শুরুতেই ওয়েবসাইট সম্মন্ধে কিছু বলি।এই সাইটটি আমার নিজস্ব একটি ওয়েবসাইট।
খুব বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে খোলা হয় নি।ওয়েব ডেভ্লোপ নিয়ে পড়ার পর প্র্যাকটিস করতে গিয়ে এই ওয়েবাসাইটের জন্ম🙂🙂!!
এখন বলতে গেলে এটা আমার নিজস্ব এক খাতার মত।
যেখানে নিজের মত করে হাবিজাবি আঁকি।ভালো লাগলে নিজেই কিছু লেখি।
তবে আমি খুব অলস তো তাই প্রিয়জনদের লেখা গুলোই কপি পেস্ট করি।আর আমার সে রকম কোন যোগ্যতাও নেই যে ভালো কোন তথ্যসমৃদ্ধ ও উপকারী লেখা লিখব।তাই যোগ্য ব্যক্তিদের লেখাগুলো প্রকাশ করি।
এর মাঝে আমার নিজের উপকার শতভাগ।
তবে আপনারা যদি ঘুরতে এসে কিছু খোরাক পেয়ে যান তাহলে তো আর মন্দ হয় না!!
আমি অধমের কী আর পরিচয় দিব!!
খুব বড় কোন মানুষ নই।দেখতে আপনাদের মতই ছোট এক বান্দা।আপনাদেরই এক মুসলিম ভাই।
আর সব থেকে বড় কথা হলো আমি কোন লেখক নই।সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে লিখতে পারি না।তাই কী ভাবে নিজের সম্মন্ধে সামান্য লিখতে হবে তাও বুঝতে পারছি না।তবুও নিজের মত করে কিছু বলি...
দু এক কলামে তো আর পুরা লাইফ হিস্টোরী আনা সম্ভব নয়,আর জীবন শুধু দু একদিনের গল্পরো নাম নয়।তাই যা বলা হয় তা ধারণা পাওয়ার জন্য মাত্র।
জন্ম ২০০০ সালের ৯ আগস্ট।যদিও সার্টিফিকেটে সালটা ২০০২ হয়ে গেছে।সার্টিফিকেট বয়স দিয়ে তো আর মূল বয়স আটকানো সম্ভব নয়।
জন্ম হয়েছিল নানাবাড়িতে।নানা বাড়ি রাজারহাট কুড়িগ্রামে অবস্থিত।তবে ....