আমার আড্ডা

শত ব্যস্ততা সাথে নিয়েও "আমার আড্ডা" তে ঘুরতে আসায় আপনাকে অভিনন্দন!!
হে মুসাফির!! এই "আড্ডা" আপনার জন্য কল্যানকর হোক।
"আমার আড্ডা" এর কোন কিছু থেকে যদি একটু হলেও উপকৃত হতে পারেন তাহলেই আমি ধন্য।

Creator of this website

Name:Ahsan Ullah
I am a student.

জীবন গড়ার তাকিদে ছুটে চলছি এখান থেকে সেখানে।এক শহর থেকে আরেক শহর।
লক্ষ্য শুধু একজন প্রকৃত মানুষ হওয়া,প্রকৃত মানুষত্য অর্জন করা।এবং ওপারের জন্য পূঁজি জমানো। জ্বী হ্যাঁ ভুল দেখছেন না এটাই মূল টার্গেট আমার।
এই টার্গেট পূরণের লক্ষ্যেই আরো কিছু স্বপ্ন,আশা ও উপলক্ষ্যর ঘর বাঁধতে হয়েছে আমাকে।তবে ওগুলো স্রেফ উপকরণ হিসেবেই গ্রহণ করতে হচ্ছে বা হয়েছে। জানি জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে অনেক চড়াই উৎরাই পাড়ি দিতে হবে আমায়। ইচ্ছা না হলেও ত্যাগ করতে হবে প্রিয় অনেক কিছুই। সে সুবাদেই এখন পাড়ি জমাতে হলো। এই প্রথম জীবনে এত দূর গিয়ে থাকতে হবে আমায়।বাবা-মা ,ভাই-বোন সবাইকে ছেড়ে এত্ত...দুরে !!
ভাবতেই কেমন যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে!! কিন্তু মন খারাপ করে লাভ নেই।জীবনে সফল হতে হলে ............

Read more
This is my madrasah picture.
Diary

0৮/০৯/২০
অনেক দিন যাবত ল্যাপটপের সামনে খুব বেশী বসা হচ্ছে।খুব বেশী বলতে টানা সারা দিনই ল্যাপটপ নিয়ে বসে থাকি শুধু খাওয়া-দাওয়া,নামায,ঘুম আর কিছু প্রয়োজনীয় কাজ ব্যাতিরেক বাকী সময় এই যন্ত্রের সাথেই কাটছে।
আমার বাবা সারা দিন বই নিয়ে বসে থাকলে খুব খুশি হোন।কিন্তু মোবাইল বা ল্যাপটপ বেশী চালানো দেখলে খুব একটা ভালো চোখে দেখেন না।তো গতকাল না কী আব্বু আম্মুকে বলেছে যে আমি বই নিয়ে কেন বসি না! তো আম্মুকে একটু একটু করে বুঝালাম।আমি আসলে কী কী করছি ল্যাপটপে!! সে ভাবে বুঝানো তো সম্ভব নয় তবুও কিছু কিছু করে বুঝালাম যে এই এই কাজ শিখছি।এগুলোকে ওয়েব ডেভলোপিং এর কাজ বলে। প্রোগ্রামিং রিলেটেড কাজগুলো শিখছি।প্রগ্রামিং হলো এই এই!!
তো আম্মু বললো তোর না মেডিক্যালে পড়ার শখ! তা এগুলো আবার কেন!? আমি বললাম দেখো আম্মু.......... Read more

০৭/০৯/২০
ছয় সাত দিন হয়ে গেল HTML,CSS আর Bootstrap এর কোর্স শেষ করেছি। কিছু প্রাক্টিস করেছি এই কয় দিন।আজকেও করছি। কিন্তু জেকিওরী শিখতে হবে এর জন্য কোর্স খুজলাম ইউটিউবে।এডুরেকার একটা ভিডিও পেলাম দেড় ঘন্টার।ওটা দেখলাম পুরাটা।কিন্তু যৎসামান্য বেসিক জানলাম।এটা যথেষ্ট নয়।উডেমীতে কোর্স খুজলাম।পেয়েও গেলাম দুটো কোর্স।একটা জেকিওরী সম্মন্ধে।আরেকটা ফুল ওয়েব ডেভলোপিং এর উপর।(দ্বিতীয়টাই খুব বেটার মনে হয়েছে।একদম সব আছে প্রায় এখানে।দেখি পরশুদিন থেকে ইনশাআল্লাহ এটাই শুরু করব।) কোর্স তো সিলেক্ট করেছি বাকী নামানোর পালা।খোজা শুরু করলাম ফ্রী ডাউনলোড করার সাইট.........

Read more
Memorable events
...
খুশি

সব খুশির গল্পগুলো লিখা হয় না।আবার সব খুশির গল্প গুলো বলা হয় না।মনের গহিন কোণে জমিয়ে রাখা হয় জীবন ভরের জন্য।সব কিছু লিখে রাখলে অন্তরে থাকবে কী!

Read More
...
অপেক্ষা

ঘন্টা খানিক হবে বসে আছি।এক দুই করে গুনছি মিনিটের কাটা।কখন আমার সাথে কথা বলবে সে সেই অপেক্ষা।নাহ এ ভাবে কী খালি খালি অপরের গল্প শুনে বসে থাকা যায়।যে কাজের জন্য এসেছি তাই যদি পূরণ না হয় তাহলে তো সব আশা মাটিতে মিশে যাবে।

Read More
...
মুসাফির

এই শহরে আমি এক আগন্তুক।না আমার চেনা জানা কেউ এখানে পাশে আছে,আর না কেউ জানে আমাকে।তবুও আল্লাহর উপর ভরসা করেই পা ফেলেছি এই অচেনা শহরেই।আল্লাহর উপর ভরসা যখন করেছি আমি,তখন বাকী দায়িত্ব তারই হাতে। চলছি পথে।লম্বা পথ।

Read More